Sunday, July 11, 2010

পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে
জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে
বুনো হাঁস পাখা মেলে শাঁই শাঁই শব্দ শুনি তার;
একদুই তিন চার অজস্র অপার

রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া
এঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে ছুটিতেছে তারা।

তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ,
হাঁসের গায়ের ঘ্রাণদু-একটা কল্পনার হাঁস;

মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ;
উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক

কল্পনার হাঁস সব — পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে গেল পর
উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জোছনার ভিতর।

Saturday, June 26, 2010

একটি শিরোনামহীন গল্প

মূল গল্প: আন্তন চেখভের আ স্টোরি উইদাউট আ টাইটেল




সে অনেক আগের কথা। তখনো রোজ ভোরে সূর্য পুবদিকে উঠত আর সন্ধ্যে হলে ক্লান্তিতে ঢলে পড়ত পশ্চিমে। দিনের প্রথম আলো যখন আলতো করে ছুঁয়ে যেত শিশিরের ঠোঁট, বাতাসে স্বপ্নমাখা টাটকা জীবনের শব্দে আড়মোড়া ভেঙে চোখ মেলত পৃথিবী আর দিনশেষে ডুবে যেত নিঃশব্দ অন্ধকারে। প্রতিটা দিন ছিলো আর সবদিনের মতোই। প্রতিটা রাত সেই একই রকম। কখনোসখনো কিছু ঝোড়ো মেঘ হয়ত বজ্রধ্বনিতে গর্জে উঠত অথবা নগণ্য কোনো নক্ষত্র ছিটকে পড়ত আকাশের কোনো প্রান্ত থেকে। কিংবা মঠের অদূরে একটা বাঘের দেখা পেয়ে কোনো সন্ন্যাসী ভয়ার্ত ফ্যাকাশে চেহারায় ছুটে যেত বাকিদের জানাতে। ব্যস, এটুকুই যা হেরফের। এরপর প্রতিটা দিন সেই একই রকম গৎবাঁধা, উত্তেজনাহীন রুটিনবন্দি। 



সন্ন্যাসীদের দিন কাটত রোজকার কাজকর্ম আর পুজোঅর্চনা করে। আর তাদের গুরুদেব মগ্ন থাকতেন সঙ্গীতসাধনায়। গুরুদেবের এ এক ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। তাঁর সুরের মূর্ছনায় মঠের সবচেয়ে বয়সি সন্ন্যাসীরা, যাঁদের শ্রবণশক্তি বয়সের ব্যস্তানুপাতে ক্ষীয়মান, তাঁরাও অশ্রুসংবরণ করতে পারতেন না। তাঁর যেকোনো কথা, তা হোক বৃক্ষ-বিহঙ্গ কি সাগর-পাহাড়ের মতো অতি সাধারণ চিরচেনা কোনো বিষয়ে, সবার আবেগকে তীব্রভাবে নাড়া দিত। তিনি তাঁর বাণীর জাদুতে হাসাতে, কাঁদাতে জানতেন। যখন তিনি ক্রোধে উন্মত্ত হতেন বা আনন্দে উদ্বেলিত হতেন অথবা দারুণ ভালো বা দারুণ মন্দ কিছুর বর্ণনা করতেন কী যেন এক আবেগী শক্তি ভর করত তাঁর উপর। তাঁর চেহারায় ঝলসে ওঠা আবেগের গভীরতা ছলকে উঠত তাঁর দুচোখে। বজ্রনির্ঘোষ কণ্ঠে তিনি যদি সাগরে ঝাঁপ দিয়ে আত্মাহুতির নির্দেশও দিতেন, মন্ত্রমুগ্ধ সন্ন্যাসীরা হয়তবা সে আজ্ঞা পালনেও তিলমাত্র দ্বিধা করতেন না।



ঈশ্বর-স্বর্গ-মর্ত্যের স্তুতিবাক্যে সাজানো তাঁর কাব্য, কণ্ঠ ও সুর ছিলো সন্ন্যাসীদের আনন্দের উৎস। একঘেয়ে জীবনের ঘূর্ণাবর্তে গাছ, ফুল, শীত, বসন্তও পুরোনো হয়ে যেত। সাগরের গর্জন আর পাখির ডাকও ক্লান্তিকর মনে হতো কখনো কখনো। কিন্তু গুরুদেবের সুর কখনো পুরোনো হতো না। তাঁর সৃষ্টি ছিলো সন্ন্যাসীদের আত্মার সঞ্জীবনী শক্তি। প্রতি বেলা আহার্যের মতোই অত্যাবশ্যকীয় পুষ্টির উৎস।



যুগের পর যুগ পেরিয়ে গেলো এভাবেই। বনের পশুপাখিরা এগিয়ে গেলো কয়েক প্রজন্ম। আর বাকিসব পুরোনোই রয়ে গেলো। একই রকম সব দিন আর একই রকম সব রাত ঘুরেফিরে কেটে গেলো ছক বেঁধে। লোকালয় তখনো বেশ দূরে। মঠ থেকে নিদেনপক্ষে সত্তর মাইল মরুপথ। জীবনের মায়া ত্যাগ করে, সংসারের সব বন্ধন ছিন্ন করে, নিরুদ্দেশে হারাবার উদ্দেশ্যেই যারা পা বাড়াত পথে, মরুভূমিতে পদধূলি পড়ত তাদেরই।

তাই সেদিন রাতে এক শহুরে ভোগীপুরুষ যখন কড়া নাড়লো মঠের দুয়ারে, সন্ন্যাসীদের বিস্ময়ের অন্ত রইলো না। প্রথমেই জলখাবার চাইলো সে। পূজো না করে, গুরুদেবের আশীর্বাদ না নিয়েই। খেতে খেতে শোনালো তার শিকারের গল্প। শিকারে বেরিয়ে একটু বেশিই মদ খেয়ে ফেলেছিলো সে। নেশার ঘোরে তাই পথ হারিয়ে ফেলেছিলো। আত্মার শুদ্ধিলাভের উদ্দেশ্যে তাকে মঠে যোগদানের আমন্ত্রণ জানালে তার সহাস্য উত্তর: “আমি আপনাদের সঙ্গলাভের যোগ্য নই!”

 

খাওয়াশেষে সন্ন্যাসীদের দিকে চেয়ে বিরক্ত ভঙ্গিতে মাথা নেড়ে সে বলে উঠলো:

“আপনারা তো কিছুই করেন না দেখছি। নাওয়াখাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই। এভাবেই কি আপনারা আত্মার শুদ্ধি অর্জন করেন? একবার ভেবে দেখুন, যে সময়ে আপনারা এখানে পানাহারে ব্যস্ত আর মোক্ষলাভের স্বপ্নে বিভোর, ঠিক সে সময়েই আপনার পড়শিরা পচেগলে নরকের পথে পা বাড়াচ্ছে। শহরে কী ঘটছে দেখে আসুন একবার! অভাবের তাড়নায় কেউ অনাহারে ধুঁকে ধুঁকে মরছে, আবার কেউ প্রাচুর্য্যের ভারে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাচ্ছে গভীর অন্ধকারে। সত্য নেই, বিশ্বাস নেই কোথাও। কে এদের বাঁচাবে? পথ দেখাবে কে? আমার মতো পথভোলা মাতাল? আপনাদের বিনয়, বিশ্বাস আর প্রেম কি শুধু এই চারদেয়ালে অকর্মণ্য জীবনযাপনের জন্য?”



কথাগুলো উদ্ধত আর অচেনা ঠেকলেও গুরুদেবকে বেশ ভাবিয়ে তুললো। সন্ন্যাসীদের সাথে চোখাচোখি হতেই খানিকটা ইতস্তত করে তিনি বললেন:

“ভাইয়েরা আমার, এই লোক ঠিকই বলেছে। অসহায় মানুষেরা অজ্ঞতার কারণে অবিশ্বাস আর পাপের অন্ধকারে ডুবে যাচ্ছে। আর আমরা নিশ্চিন্তে হাত গুটিয়ে বসে আছি। আমাদের কি উচিত নয় তাদেরকে ঈশ্বরের কথা স্মরণ করিয়ে দেওয়া?”



পরদিন সকালে সন্ন্যাসীদের বিদায় জানিয়ে শহরের পথে পা বাড়ালেন গুরুদেব। মঠটা পড়ে রইলো সুরশূন্য হয়ে। বিষণ্ন একটি মাস কেটে গেলো। এরপর আরেক মাস। কিন্তু গুরুদেব ফিরে এলেন না। অবশেষে তিন মাস পরে তিনি উপস্থিত হলেন। উচ্ছ্বসিত সন্ন্যাসীরা ঘিরে ধরলেন তাঁকে। তাদের অনেক প্রশ্ন। অনেক কৌতূহল। কিন্তু সন্ন্যাসীদের উচ্ছ্বাস স্পর্শ করলো না গুরুদেবকে। তিনি নীরব কান্নায় ভেঙে পড়লেন। এ ক’মাসে যেন গুরুদেব অনেক বেশি বুড়িয়ে গেছেন, আরো শীর্ণকায় হয়েছেন। তাঁর চেহারায় ক্লান্তি, একটা অজানা দুঃখের প্রলেপ। তাঁর অশ্রুতে ক্ষোভের উত্তাপ।



তা দেখে সন্ন্যাসীরাও কেঁদে ফেললেন। জানতে চাইলেন তাঁর যন্ত্রণার উৎস কোথায়। গুরুদেব কিছুই বললেন না। নিঃশব্দে নিজের কুঠুরিতে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। অনেক অনুনয়-বিনয় করে, তাঁর দুয়ারে কড়া নেড়েও কোনো সাড়া পাওয়া গেলো না। তিনি অন্নজল স্পর্শ করলেন না, নতুন কোনো সুর বাঁধলেন না। শুধু কাঁদলেন টানা সাতটি দিন। বাইরে থেকে শুধু শোনা গেলো তাঁর কান্নার ক্ষীণ শব্দ।



সাতদিন শেষে তিনি বেরুলেন। তাঁর চেহারায় যন্ত্রণা, ক্রোধ আর ঘৃণা। মঠের সব সন্ন্যাসীকে জড়ো করে শান্ত কণ্ঠে এবার তিনি বলতে শুরু করলেন সেই তিনটি মাসের কথা। যাবার পথের পাখির ঝাঁক আর নদীর গল্প বলার সময় তাঁর কণ্ঠে ছলকে উঠলো আনন্দ। তখন তিনি যেন এক যুদ্ধগামী সৈনিক যাঁর বুকভরা স্বপ্ন, যাঁর বিজয় সুনির্ধারিত। স্বপ্নকে সম্বল করে, মনে মনে কবিতা আর সুর ভাঁজতে ভাঁজতে একদিন তিনি পৌঁছে গেলেন তাঁর লক্ষ্যে।



এটুকু বলার পর তাঁর কণ্ঠ ভারী হয়ে এলো। শহরের কথা বলতে গিয়ে তাঁর চোখে ছলকে উঠলো বিতৃষ্ণা আর কষ্ট। সেখানে তিনি যা দেখেছেন তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেন নি। এই বয়সে এসে এতদিনে প্রথমবারের মতো তিনি শয়তানের শক্তি আর মানুষের অসহায়ত্ব উপলব্ধি করলেন। ভাগ্যের পরিহাসে তিনি সর্বপ্রথম পা রেখেছিলেন এক ঝাঁক পদস্খলিতের আড্ডায়। জনাপঞ্চাশেক ধনী সেখানে পানাহারে মত্ত। দারুণ স্বাধীনচেতা, প্রচণ্ড আত্মবিশ্বাসী আর ভীষণ সুখী সেই লোকগুলো মদের নেশায় চুর হয়ে যা খুশি তা-ই বকে চলেছে। ঈশ্বরভক্তরা নাকি যতসব নচ্ছাড়ের দল। এই মাতালেরা কাউকে ভয় পায় না, ঈশ্বরকে নয়, শয়তানকেও নয়, এমনকি মৃত্যুকেও নয়। তারা রিপুতাড়িত; যা মন চায় তা-ই করে, বলে। তাদের হাতে গলিত সোনার মতো সুরা যার স্বাদ ও গন্ধে মত্ত মানুষগুলো বারেবারে ঠোঁট ছোঁয়াচ্ছে পেয়ালায়। প্রতি চুমুকে এক অবর্ণনীয় নিষিদ্ধ আনন্দ ছলকে উঠছে তাদের চোখেমুখে।

  

গুরুদেব অশ্রুবিজড়িত কণ্ঠে বলে যেতে লাগলেন সেসব অনাচারের কথা। সেই উন্মত্ত আড্ডার মধ্যিখানে টেবিলের উপর দাঁড়িয়ে এক অর্ধনগ্ন নারী। কী নিষ্ঠুর সুন্দর সেই রমণী! যেন এক যৌবনবতী, দুঃসাহসী সর্পদেবী। তার দীঘল চুল, বাদামি ত্বক, কালো চোখ, ভরাট ঠোঁট আর নির্লজ্জ হাসির ফাঁকে ঝকঝকে দাঁতের পাটি যেন অদম্য ঔদ্ধত্য নিয়ে বলছে: “এই যে আমায় দেখো!” রেশম আর জরির ভাঁজ থেকে বসন্তের অঙ্কুরোদ্গত নতুন ঘাসের মতো উঁকি দেয় তার খোলা কাঁধ। সে মদ খেলো, গান গাইলো আর নিজেকে সঁপে দিলো অচেনা পুরুষদের আলিঙ্গনে।



গুরুদেব ক্ষুব্ধ ভঙ্গিতে হাত নেড়ে বলতে লাগলেন ঘোড়দৌড়, মোষের লড়াই, থিয়েটার আর সেসব স্টুডিওর কথা যেখানে নগ্ন নারীদের ছবি আঁকা হয়, মূর্তি গড়া হয়। আর সন্ন্যাসীরা হতবিহ্বল হয়ে শুনে গেলেন শহরের সেই দুঃসহ, দুঃসাহসী বর্ণনা।



শয়তানের তাবৎ কীর্তি আর ধ্বংসযজ্ঞের ভয়ংকর রমণীয় রূপের বর্ণনা শেষে শয়তানকে শাপশাপান্ত করে গুরুদেব নিজের কুঠুরিতে ফিরে গেলেন।



পরদিন সকালে কুঠুরি থেকে বেরুলেন তিনি। দেখলেন মঠ জনশূন্য।



সব সন্ন্যাসী মঠ ছেড়ে পালিয়ে গেছে শহরে।


Friday, June 25, 2010

 

কোরিয়ান:

축하해
Happy happy birthday to you
그대 오늘 하루 행복 가득하길

Happy happy birthday to you
그대 태어남을 나 축하합니다

I belong to you
서툴게 포장된 선물 웃음띤 친구들
어색한 생일축하 노래와 흔들리던 촛불
아이처럼 내 손 꼭 잡은채
마냥 웃고만 있던 그대 모습은
작은 사진한장 그 속에서 살아숨쉬는데

Happy happy birthday to you
그대 오늘 하루 행복 가득하길

Happy happy birthday to you
그대 태어남을 나 축하합니다

((You Belong To Me))
참 많은 약속했었죠
1년전 오늘밤 그대 표정들 하나하나도
다 기억하는데 그대 옆에
나 아닌 사람과 나를 걱정해주던
그대 친구들 표현 잘 못하는
그댈 위해 다 챙겨줬는지

그대 오늘 하루 행복 가득하길

Happy happy birthday to you
그대 태어남을 나 축하합니다
아무렇지 않았는데 그래서 이상했는데
색칠된 날자속의 내가 그리워

Happy birthday 기억하고있는지
언제나 오늘은 항상 너의 곁에 내가 있었는데

Happy birthday 나 없이 괜찮은지
혼자란 느낌에 긴 한숨쉬면서 허전해 했다면

Happy birthday 아무렇지 않은지
혹시 너도 나를 사랑했던 기억을



ইংরেজি উচ্চারণ:


Chook'ahae

Happy happy birthday to you
keudae oneul haroo haengbok kadeuk'ageel

Happy happy birthday to you
keudae t'aeeonameul na chook'ahamnida

I belong to you
seot'oolge p'ojangdwen seomool ooseumddeen cheengodeul
eosaek'an saengeelchook'a noraewa heundeulleedeon chotpool
aeecheoreom nae son kkok jabeunchae
manyang ootgoman eettdeon keudae moseubeun
jageun sajeenhanjang keu sogeseo sarasoomshweeneunde

Happy happy birthday to you
keudae oneul haroo haengbok kadeuk'ageel

Happy happy birthday to you
keudae t'aeeonameul na chook'ahamnida

((you belong to me))
cham maneun yaksok'aesseottjyo
eelnyeonjeon oneulbam keudae p'yojeongdeul hana hanado
ta kee-eoka'neunde keudae yeop'e
na aneen saramgwa nareul keokjeonghaejoodeon
keudae cheengoodeul p'yohyeon hal mot'aneun
keudael weehae ta chaenggyeojweottneunjee

keudae oneul haroo haengbok kadeuk'ageel

Happy happy birthday to you
keudae t'ae-eonameul na chook'ahaminda
amooreochee anattneunde keuraeseo eesanghaettneunde
saekcheeldwen naljasoge naega keureeweo

Happy birthday kee-eok'agoeettneunjee
eonjena oneureun hangsang neoe kyeot'e naega eesseottneunde

Happy birthday na eopshee kwaenchaneunjee
honjaran neukkeeme keen hansoomshweemyeonseo heojeonhae haettdamyeon

Happy birthday amooreochee aneunjee
hokshee neodo nareul saranghaettdeon kee-eogeul


আমার গবেষণা:


축하해 = congratulate, congratulate on, celebrate, felicitate
Happy happy birthday to you
그대 = (formal) you
오늘 = today
하루 = day
행복 = happiness, weal, wealth
가득 = fully, totally, completely, entirely, wholly
= 1 very; much; extremely; hard; awfully
 2 with a hot wet breath
 3 Ha!; Aha!
= domestication, process of accustoming an animal to life with mankind; way, path, lane, road, route; method; direction; fathom, unit of length equal to six feet (used for measuring water depth)

Happy happy birthday to you
그대 = you
= crack, cracking whip, womb, form, behaviour, behavior, grammatical voice, affectation
= term
남을 = remain, stay
= I
축하합니다 = cheers to your health

I belong to you
서툴게 = unskillfully, inexpertly, awkwardly, incompetently
포장된 = paved
선물 = first cut; futures, contracts to buy or sell certain goods on a specified future date at a preset price; gift, present
웃음 = laugh, laughing, laughter
친구들 = friend


어색한 = awkward, gauche, lubberly, uneasy
= living, life, state of being alive (manifested by growth, reproduction, etc.)
= n. one

n. work, employment, Job, occupation, affair, proposition, circumstance, incident, experience, plan, day, ploy, working, labour, labor, performance, engagement, unity, game

축하 = congratulation, celebration, felicitation
노래와 = song, ballad, poetry, chant
= field
= cannot be, must not be, it is hardly possible that
촛불 = candle light


아이처럼 = child, kid, girl, children, young one, tike, tyke, trick

= my
= hand, part of the body at the end of the arm; help; skill; ability; possession; trouble, exertion in accomplishing something; connection, link
= securely, exactly, certainly, surely
잡은채 = get, take, seize, grasp, catch, assume, hold in pawn, fix, find, estimate at, butcher, plot against, put out, steady, unbend, make, cop, grapple, acquire, embrace, have, exchange, shake, account


마냥 = endlessly, purposelessly, aimlessly; infinitely, eternally, without end
웃고만 = laugh, smile, make laugh
있던
그대 = (formal) you, pronoun which replaces the name of the person or persons being addressed (2nd person, singular and plural)
모습은 = shape, figure, appearance


작은 = little, small, tiny, baby, dinky, light, young
사진 = dust, dust storm, sand storm, storm of sand carried along in the wind; photograph, photo, picture
= pron. which, who
n. peak, grudge, limit, term

conj. as far as

adv. why

n. one
adj. same, whole, large

= crab spawn, curtain, chief, merit, general, leaf, chapter, market, field, intestines, soy, wardrobe, vitals, captain, gut, intestine, mart, scene, warden
= that, those
속에서 = inside, interior part, heart; stomach; core, central part; contents, all that is contained within something; genus, category in which living organisms with common characteristics are classified (Biology); sequel
살아 = live, be alive, exist; survive, remain alive; dwell, reside, live in, inhabit
숨쉬는 = breathing

= place, point, spot


Happy happy birthday to you

그대 = (formal) you, pronoun which replaces the name of the person or persons being addressed (2nd person, singular and plural)
오늘 = today, current day
하루 = day, daytime
행복 = happiness, weal, wealth
가득 = fully, totally, completely, entirely, wholly
= 1 very; much; extremely; hard; awfully
= domestication, process of accustoming an animal to life with mankind; way, path, lane, road, route; method; direction; fathom, unit of length equal to six feet (used for measuring water depth)



Happy happy birthday to you

그대 = you
= crack, cracking whip, womb, form, behaviour, behavior, grammatical voice, affectation
= term
남을 = remain, stay
= I
축하합니다 = cheers to your health



((You Belong To Me))
= truth, post town, charm, wax
많은 = much, plenty, very, many
약속 = engagement, appointment, promise, undertaking, troth, word

했었죠


1 = year
= prep. of
adv. since

오늘밤 = tonight
그대 = you
표정들 = expression, countenance
하나하나도 = one by one; one at a time; piece by piece; individually; separately


= all, everything; total, whole
기억하는데 = remember, memorize, think of
그대 = you
옆에 = by


= I, first person pronoun used to designate one's self
아닌 = be not
사람과 = pron. one, particular person or thing
n. man, adult male human; human being, person; human race, mankind

나를 = me
걱정해 = v. care, be afraid, worry, be concerned
주던 = master, state, annotation, share, week, vermilion, sandbank, canton, county, eparchy, province, shire, vilayet, prism, commonwealth, land


그대 = you
친구 = friend, chum, buddy buddy, chummy, coterie, crony, kith, matey, pally, sidekick, dude, yak
= field
표현 = expression, rendering
= well, thoroughly, satisfactorily, readily, great
못하는 = can't, can not, not able, unable, not capable



그댈
위해 = do for the sake of
=visor, = grain, seed, [챙겨 = visor]
는지 = 1) if; or; either or; whether or
(2) I wonder



그대 = (formal) you, pronoun which replaces the name of the person or persons being addressed (2nd person, singular and plural)
오늘 = today, current day
하루 = day, daytime
행복 = happiness, weal, wealth
가득 = fully, totally, completely, entirely, wholly
= 1 very; much; extremely; hard; awfully
= domestication, process of accustoming an animal to life with mankind; way, path, lane, road, route; method; direction; fathom, unit of length equal to six feet (used for measuring water depth)



Happy happy birthday to you
그대 = you
= crack, cracking whip, womb, form, behaviour, behavior, grammatical voice, affectation
= term
남을 = remain, stay
= I
축하합니다 = cheers to your health


아무 = (1) anyone; anybody; everybody; nobody; none; no one
(2) any; any old; no; not at all
= v. be
adv. since, from a particular time until now, after
n. limbs, intelligence, wisdom, g, wit, z, earth

않았
는데 = conj. in doing, for doing, by doing

그래서 = adv. yes
conj. so, so that
adv. therewith, whereupon, therewithal
이상했는데 = peculiar, strange


색칠 = colored lacquer; coloring; painting
= v. be done, complete, become, be, turn into, be worthy of
날자 = v. fly, wing; take off, leave the ground in flight

속의 = internal, interior, inner, inside, located within; of a country's domestic affairs; of an individual's inner life, private, mental
내가 = I, first person pronoun used to designate one's self
그리 = so, in this way; to such an extent

Happy birthday
기억 = memory, recall; recollection
하고 = on, upon
있는 = present
= v. be
adv. since, from a particular time until now, after

n. limbs, intelligence, wisdom, g, wit, z, earth



언제나 = conj. ever after
adv. for ever, all the time, ever, whenever, at any time when; at any time

오늘은 = today
항상 = adv. always, all the time, evermore, year in, ay, aye, year out, still
너의 = pron. your, belonging to you, belonging to the person or persons being addressed (possessive - 2nd person, singular and plural)
곁에 = adv. Aside
내가 = I
었는 = present
= place, point, spot


Happy birthday 없이 괜찮은지


혼자 = alone, lonesome
= that [what] is called
느낌 = feel, sense
= prep. at, by, for, in, on, to

= long, lengthy, livelong, tall
한숨 = n. sigh, breath
= tiny, minuscule; reduced
n. small amount; short period of time (Scottish)
면서 = (1) though; yet; notwithstanding; in spite of; for [with] all
(2) as; while; at the same time that; with; between
= an unguarded position; unpreparedness; a weak point; a weakness; one's blind side
전해 = the year before
했다 = do, act, make, experience, cost, have, wear, say, call, be quite, deign, deliver, give, extend, pull, pay, turn, play
= prep. if
n. cotton, fabric woven from cotton thread; surface, outward appearance




Happy birthday
아무 = (1) anyone; anybody; everybody; nobody; none; no one
(2) any; any old; no; not at all
= v. be
adv. since, from a particular time until now, after

n. limbs, intelligence, wisdom, g, wit, z, earth

않은지 =  be not [?]


혹시 = sometimes, perhaps, possibly
= you, pronoun which replaces the name of the person or persons being addressed (2nd person, singular and plural)
= adv. too, also
n. province, district; degree, unit of measurement of temperature and angles

also, in addition, too

나를 = me
사랑 = love, passionate attraction; fondness, affection; enthusiasm, interest; one who is loved; object of one's enthusiasm; score of zero (in tennis, etc.); term of endearment (i.e. "sweetheart")
기억을 = memory, recall; recollection


নিশাদের অনুবাদ: (Google Translator)


Congratulations

Happy happy birthday to you
Wish you happy today

Happy happy birthday to you
I must congratulate you on births

I belong to you
Friends uteumttin poorly wrapped gift
Heundeulrideon awkward birthday song and candle
My hands just like a child japeunchae
I was laughing like an appearance
Small picture of him that was vibrant in

Happy happy birthday to you
Wish you happy today

Happy happy birthday to you
I must congratulate you on births

((You Belong To Me))
Aced so much promise
Years ago tonight, I have a face on each one of
Next to you all to remember
I'm not worried about me with someone who blew
You know, guys do not express
Bye take care of everything for ya know

Wish you happy today

Happy happy birthday to you
I must congratulate you on births
I did not feel anything more than that
I miss the date painted in

Happy birthday to remember is
Today, I was always by your side

Happy birthday okay without me
Missing in the long sighs of feeling as if honjaran

Happy birthday does bother
You remember that you love me



শেষমেষ: 


অভিনন্দন
তোমায় শুভ জন্মদিন
আনন্দে পূর্ণ হোক তোমার জীবন, এই আজকের কামনা!

তোমায় শুভ জন্মদিন
জন্মের এই শুভক্ষণ হোক চিরন্তন, তোমায় অভিবাদন!

আমি তোমার
আর কীই বা দিতে পারি, আনাড়ি হাতের উপহার আর বন্ধুতা ছাড়া?
তোমায় দিলাম এই
এলোমেলো মোমের আলো আর ছন্নছাড়া গান
লক্ষ্মীসোনা, ভয় পেয়ো না, নিশ্চিন্তে হাতটা ধরো, নির্ভাবনায় হাসো
আমার হৃদয়ের ফ্রেমে বাঁধানো তোমার নির্মল মুখ
আমায় প্রতি মুহূর্তে বেঁচে থাকার প্রেরণা জোগায়


তোমায় শুভ জন্মদিন
আজ বড় খুশির দিন

তোমায় শুভ জন্মদিন
জন্মের এই শুভক্ষণ হোক চিরন্তন, তোমায় অভিবাদন!

((তুমি আমার))
জানি, অনেক কথা দিয়েছিলাম গেলো বছর এই দিনেই
সব ঠিক ঠিক মনে আছে
জানি না ঠিক কী বলে বোঝাব তোমায়
জানোই তো, ছেলেরা নিজের আবেগপ্রকাশে কত কাঁচা!

শুধু জেনো, আজ আমার বড় খুশির দিন

তোমায় শুভ জন্মদিন
জন্মের এই শুভক্ষণ হোক চিরন্তন, তোমায় অভিবাদন!
এ এক অদ্ভুত অনুভূতি, ব্যাখ্যার অতীত,
কল্পনার রঙ ডানায় মেখে ওড়ার মতো।

শুভ জন্মদিন, এ উপহার স্মৃতিমাখা
তোমার আমার বন্ধনের

শুভ জন্মদিন, তুমিহীন দীর্ঘ প্রহরের
নিঃসঙ্গ দীর্ঘশ্বাসে জড়ানো সময়ও সয়েছি আমি।

শুভ জন্মদিন, শুধু মনে রেখো
তোমায় ভালোবাসি …

 

Copyright 2010 আবজাব.

Theme by WordpressCenter.com.
Blogger Template by Beta Templates.